পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভ্যেনু আবর আমিরাতে রেখে চ্যাম্পিয়নস ট্রফির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি। করাচিতে ১৯ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হওয়া আটদলের এ আসরে শেষ হবে ৯ মার্চ।
টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে থাকা ভারত ও বাংলাদেশের সাথে রয়েছে স্বাগতিক পাকিস্তান এবং নিউজিল্যান্ড।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের মূল আয়োজক পাকিস্তানের বিপক্ষে, ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে। একই মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৭ ফেব্রুয়ারি মাঠে নামবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্ণাঙ্গ সূচি
১৯ ফেব্রুয়ারি : পাকিস্তান-নিউজিল্যান্ড, করাচি
২০ ফেব্রুয়ারি : বাংলাদেশ-ভারত, দুবাই
২১ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান, করাচি
২২ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, লাহোর
২৩ ফেব্রুয়ারি : পাকিস্তান-ভারত, দুবাই
২৪ ফেব্রুয়ারি : বাংলাদেশ-নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি : আফগানিস্তান-ইংল্যান্ড, লাহোর
২৭ ফেব্রুয়ারি : বাংলাদেশ-পাকিস্তান, রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া-আফগানিস্তান, লাহোর
১ মার্চ : দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড, করাচি
২ মার্চ : নিউজিল্যান্ড-ভারত, দুবাই
৪ মার্চ : প্রথম সেমিফাইনাল, দুবাই
৫ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল, লাহোর
৯ মার্চ : ফাইনাল, লাহোর*
* তবে ভারত ফাইনালে উঠলে চূড়ান্ত লড়াইটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে।