বিসিএলের প্রথম আসরেই ইতিহাসের পাতায় জ্যোতি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪
বিসিএলের প্রথম আসরেই ইতিহাসের পাতায় জ্যোতি

ছবি: বিসিবি

নারী ক্রিকেটারদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। রাজশাহীর শহীদ কামারুজ্জমান স্টেডিয়ামে উদ্বোধনী আসরেই সেঞ্চুরি করে ইতিহাস রচনা করলেন বাংলাদেশ জাতীয় ও বিসিএলের সেন্ট্রাল জোনের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

তিন দিনের এই প্রথম-শ্রেণির টুর্নামেন্টে প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন জ্যোতি। ৪১৪ মিনিট উইকেটে থেকে ২৫৩ বল খেলে অপরাজিত ১৫৩ রান করেছেন শেরপুরের মেয়ে নিগার সুলতানা জ্যোতি। সেন্ট্রাল জোনের অধিনায়কের এ ইনিংসে ছিল ২০ চার ও ২টি ছক্কার মার।

মেয়েদের বিসিএলের প্রথম আসরেই প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার ইতিহাসটা এখন থেকে জ্যোতির নামেই লিখা থাকবে। অধিনায়ক জ্যোতির ইতিহাস রচনা করা এমন ইনিংসের ফলে ৮ উইকেটে ৩৮৭ রানে নিজেদের ইনিংস ঘোষণা করেছে সেন্ট্রাল জোন।

আইসিসি থেকে টেস্ট স্ট্যাটাস পেলেও এখনো অভিষেক হয়নি বাংলাদেশের নারী দলের। মূলত তার প্রস্তুতির হিসেবেই প্রথমবরের মতো মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট আয়োজন করেছে বিসিবি।

বিসিএলে তিন দিনের ম্যাচে দেশের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চল নামের চারটি দলে ভাগ হয়ে খেলছে মেয়েরা। ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া নারীদের এ বিসিএল চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। আসরের সবগুলো ম্যাচ রাজশাহীতে অনুষ্ঠিত হবে।



শেয়ার করুন :