দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনাকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফাইনালে পা রাখলো ঢাকা মেট্টো। স্বল্প পূঁজি নিয়েও বোলারদের দাপটে খুলনা বিভাগকে ৩৮ রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে ঢাকা মেট্টো। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা মেট্টোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রংপুর।
রোববার (২২ ডিসেম্বর) আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রানে সংগ্রহ গড়ে ঢাকা মেট্টো। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতদের বোলিং তোপে ১৭.৪ ওভারে ৮১ রানেই গুটিয়ে যায় খুলনা।
প্রথম কোয়ালিফায়ারে হেরে গেলেও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনাকে ৩৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো ঢাকা মেট্টো। দলের এ জয়ে বল হাতে ২.৪ ওভার বল করে ১৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন সৈকত।
টুর্নামেন্টের এলিমিনেটরে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে উঠেছিল খুলনা। আর প্রথম কোয়ালিফাইয়ারে রংপুরের কাছে হেরে যাওয়ায় ঢাকা মেট্রোকে খেলতে হলো দ্বিতীয় কোয়ালিফাইয়ার।
এর আগে টুর্নামেন্টের লিগ পর্বে ৭ ম্যাচের সবগুলোতে জয় পাওয়া ঢাকা মেট্রো প্রথম কোয়ালিফাইয়ারে রংপুর ৪ উইকেটে হেরে গিয়েছিল। এবার ফাইনালে সেই রংপুরকেই পেল ঢাকা মেট্টো। মঙ্গলাবর (২৪ ডিসেম্বর) রংপুরের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে নাঈম শেখের নেতৃত্বাধীন ঢাকা মেট্টো।