শেষ চারে ভারতের কাছে হারের স্বাদ পাওয়া বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দল ফাইনালেও একই ফল পেল। বোলাররা ভারতীয় অনুর্ধ্ব-১৯ নারী দলকে স্বল্প রানে আটকে রাখলেও ব্যাটিং ব্যর্থতায় শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ দলের। বাংলাদেশকে হারিয়ে প্রথম আসরেই অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো ভারত।
রোববার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দল। অধিনায়কের সিদ্ধান্তের গুরুত্ব দিয়ে ভারতীয় ব্যাটারদের ১১৭ রান আটকে রাখে বাংলাদেশের বোলাররা। তবে ব্যাট হাতে সফল হতে পারেনি জুনিয়র টাইগ্রেসরা।
জয়ের জন্য ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ৪১ রানে হেরে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ নারী দল। শেষ ২১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারে ২ উইকেটে ৩৫ রান তুলেছিল বাংলাদেশ। তবে পরের ছয় ওভারে রান আসে মাত্র ৬, এর মাঝে হারাতে হয়েছে আরও দুটি উইকেট। ফলে ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৫৫ রান।
চার উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৮.৩ ওভারে গুটিয়ে যাওয়ার আগে বাকি ছয় উইকেটে বাংলাদেশের দলীয় সংগ্রহে যোগ হয় মাত্র ২১ রান। অর্থ্যাৎ, ৭৬ রানে থামে বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। এর আগে সুপার ফোরেও বাংলাদেশকে হারিয়েছিল এই ভারত। আসরে দুইবারের দেখাতেই হারের স্বাদ নিয়েছে বাংলাদেশের মেয়েরা।