ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশের মেয়েরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০২৪
ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশের মেয়েরা

ফাইল ফটো

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম আসরের শিরোপা জিততে চায় বাংলাদেশ নারী দল।মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায়।

ছয় দলকে নিয়ে গত ১৫ ডিসেম্বর মালয়েশিয়ার মাটিতে শুরু হয় নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ২৮ রানের জয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে ১২০ রানের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে বাংলাদেশ।

সুপার ফোরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ভারতের কাছে ৮ উইকেটে হেরে যায়। সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ।

শিরোপা জয়ের জন্য ফাইনালে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক সুমাইয়া আকতার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া এক ভিডিও বার্তায় সুমাইয়া বলেন, “প্রথম আসরের ফাইনালে উঠে আমরা অনেক বেশি আনন্দিত। এটি আমাদের বড় একটি অর্জন। নতুন একটা চ্যালেঞ্জ ফাইনাল। আমরা সবাই চেষ্টা করবো সর্বোচ্চটা দেওয়ার।”

ভারতের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জিং বলে মনে করেন সুমাইয়া। তারপরও ফাইনালে ভালো সাফল্যের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। সুমাইয়া বলেন, ‘ভারতের বিপক্ষে খেলাটা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমরা সহজভাবে নিচ্ছি। ভালো কিছু করবো ইনশাআল্লাহ।’

ফাইনালে ব্যাটিংয়ের দিকে বাড়তি মনোযোগ আছে বাংলাদেশ দলের। ব্যাটিংয়ে আরও উন্নতির কথা বললেন সুমাইয়া। তিনি বলেন, “আমাদের ব্যাটিং লাইন-আপে অনেক ভালো খেলোয়াড় আছে, তারা সবসময় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। কিছু সময় হয় আবার কিছু সময় হয় না। ফাইনালে চেষ্টা করবো আমাদের ব্যাটিংয়ে আরও উন্নতি করার। চেষ্টা করছি দেশের জন্য সেরাটা দেওয়ার।”

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সাপোর্টারদের কথাও স্মরণ করলেন সুমাইয়া। বলেন, “মালেয়শিয়ায় বসবাসরত বাংলাদেশি সাপোর্টাররা আমাদের অনেক বেশি উৎসাহিত করছে ও অনুপ্রেরণা দিচ্ছে। আমরা চাইবো ফাইনালে ভালো কিছু উপহার দিতে। আমাদের দল ও কোচিং স্টাফরা যেভাবে সহায়তা করছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।”

গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে জিতলেও নেপালের সাথে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে ভারত। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে উঠে তারা। সুপার ফোরে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে জিতে ফাইনালে উঠে ভারত।

গত ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ওয়ানডে ফরম্যাটের শিরোপা জিতেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ নেয় বাংলাদেশ। এবার নারীদের পালা, এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে শিরোপা জয়ে আনন্দকে দ্বিগুণ করার।



শেয়ার করুন :