রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যকার দূরত্ব বেশ পূরনো। এবার খেলার নিয়েও ভারত ও পাকিস্তানের জিদের কাছে হার মানলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৪ থেকে ২০২৭ সাইকেলে আইসিসির সকল ইভেন্টে ভারত-পাকিস্তানের ম্যাচ নিরপক্ষে ভ্যেনুতে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে ২০২৫ সালের পাকিস্তানের অনুষ্ঠিত্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচলাবস্থা কাটলো।
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে না যেতে চাওয়ার দাবি ছিল ভারতের। যার জন্য সময় চলে গেলেও সূচি চূড়ান্ত করতে পারছিল না আইসিসি। এছাড়া ভারত পাকিস্তানে খেলতে না গেলে ভবিষ্যতে পাকিস্তান ক্রিকেট দলও ভারত সফর করবে না বলে হুশিয়ারি দিয়েছিল। অবশেষে দুই দেশের জিদের কাছেই হার মানলো আইসিসি।
বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত সাইকেলের আইসিসি ইভেন্টগুলোতে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচগুলো (যেগুলো ভারত বা পাকিস্তানে আয়োজিত হবে) একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
উল্লেখিত সাইলের মাঝে আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (পাকিস্তান), আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ ২০২৫ (ভারত) এবং আইসিসি পুরুষ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ভারত ও শ্রীলঙ্কা) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর সবগুলো ইভেন্টেই ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো একটি নিরপেক্ষ ভ্যেনুতে খেলা হবে।
এছাড়া, আইসিসির আজকের সভায় ২০২৮ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের হোস্ট হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেওয়া হয়েছে। এই আসরেও ভারত-পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু ব্যবস্থা থাকবে। একই সভায় ২০২৯ সাল থেকে ২০৩১ সালের সময়কালে নারী দলের একটি ইভেন্টের হোস্টিং হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছে।