ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ে ম্যাচে একটি খারাপ খবরও এলো বাংলাদেশের জন্য। এ ম্যাচে আঙুলে চোট পাওয়ার কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না সৌম্য সরকার। শুধু তাই নয়, কমপক্ষে তিন সপ্তাহের জন ছিটকে যাওয়া সৌম্যকে বিপিএলের শুরুতেও পাওয়া যাবে না।
ক্যারিবিয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে যাওয়ার তথ্যটি বুধবার বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, সেন্ট ভিনসেন্টের সিরিজের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের তর্জনীতে চোট পান সৌম্য। এরপর আর তিনি খেলতে পারেননি।
চোট পেয়ে মাঠ ছাড়ার পর দেখা যায়, অ্যাম্বুলেন্সে করে সৌম্য সরকারকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, সৌম্য’র আঙুলে পাঁচ সেলাই পড়েছে। ফলে তাকে তিন থেকে চার সপ্তাহের মতো মাঠের খেলার বাইরে থাকতে হবে।
বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেছেন, “ফিল্ডিংয়ের সময় সৌম্যর ডান হাতের তর্জনী কেটে যায়, পাঁচটি সেলাই লেগেছে তাতে। ম্যাচ শেষে করা এক্সতে চোট পাওয়া জায়গায় কিছুটা বিচ্যুতিও দেখা গেছে। সুস্থ হতে তার তিন-চার সপ্তাহ লাগতে পারে।”
আঙুলে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ থেকে ছিটকে যাওয়ার পাশাপাশি ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথমভাগেও খেলতে পারছেন না। বিপিএলের ১১তম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সৌম্য সরকার।