বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর মাঠে গড়ানোর আগে ২৩ ডিসেম্বর মিরপুরে অনুষ্ঠিত হবে ‘বিপিএল মিউজিক ফেস্ট ২০২৫’। পাকিস্তানি কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খানসহ বাংলাদেশের জনপ্রিয় একঝাক তারকা শিল্পিদের সংগীতানুষ্ঠানটি গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করা যাবে।
বিপিএল মিউজিক ফেস্টের টিকিট ক্যাটাগরীতে সর্বোচ্চ প্লাটিনামের দাম ধরা হয়েছে ১২ হাজার টাকা। আর সর্বনিম্ন ক্লাব হাউজের টিকিটের দাম রাখা হয়েছে আড়াই হাজার টাকা (২৫’শ)।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোট পাঁচ ক্যাটাগরীর টিকিটের বাকি তিনটি মধ্যে গোল্ড ক্যাটাগরি ৮ হাজার এবং সিলভার ক্যাটাগরির টিকিট ৬ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
‘বিপিএল মিউজিক ফেস্টে’ রাহাত ফতেহ আলী খান এবং তার গ্রুপ, মাইলস, রাফা, মুজা, জেফার, সঞ্জয় এবং হান্নান তাদের সংগীত পরিবেশণ করবেন।
২৩ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে মিউজিক ফেস্ট। এর আগে দুপুর আড়াইটা থেকে দর্শকদের জন্য স্টেডিয়ামের গেট খোলা হবে এবং বিকেল সাড়ে ৪টায় প্রবেশাধিকার বন্ধ করা হবে।
টিকিট ক্রয়ের অনলাইন প্ল্যাটফর্ম Tickify থেকে ‘বিপিএল মিউজিক ফেস্ট’ এর টিকিট ক্রয় করা যাবে। পাঁচ ক্যাটাগরীর বাইরে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতদের স্মরণে ‘জোন ৩৬’ নামে একটি নির্ধারিত স্থানে ১০০ আসন সংরক্ষণ রাখা হবে।
২০২৪-২৫ বিপিএল আসর শুরু হবে ৩০ ডিসেম্বর। তার আগে সিলেট এবং চট্টগ্রামেও বিপিএল মিউজিক ফেস্ট হওয়ার কথা রয়েছে। বিপিএলের ম্যাচগুলো প্রতিবারের ন্যায় এবারও ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে অনুষ্ঠিত হবে।