বিজয় দিবসে মেয়েরাও এনে দিলো জয়ের উল্লাস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে মেয়েরাও এনে দিলো জয়ের উল্লাস

ছবি : এসিসি

দেশের বিজয় দিবসে বাংলাদেশ পুরুষ দলের জয়ের পর এবার অনুর্ধ্ব-১৯ দলের মেয়েরাও এনে দিলো আরও একটি জয়। অনুর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

সোমবার (১৬ ডিসেম্বর) টস হেরে প্রথম ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ দল। বৃষ্টির কারণে টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি ১৭ ওভারে নেমে আসলে বাংলাদেশের সংগ্রহ গিয়ে থামে ৯ উইকেটে ১২২ রান।

জবাবে ব্যাট করতে নেমে টাইগ্রেস বোলারদের বিপক্ষে ৮ উইকেটে ৯৪ রান তুলতে পারে শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ নারী দল। ফলে নিজেদের প্রথম ম্যাচেই ২৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ নারী অনুর্ধ্ব-১৯ দল।

sportsmail24

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ ম্যাচে ব্যাট হাতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন সাদিয়া আক্তার। এছাড়া ওপেনার মোছাম্মদ ইভা ১৮, সুমাইয়া আক্তার ২৪, আফিয়া আশিমা ২৫ রান করেন।

এছাড়া শ্রীলঙ্কা নারী দলকে ৯৪ রানে আটকে রাখার পথে বল হাতে ৩ উইকেট শিকার করেন সুমিইয়া আক্তার। দুটি করে উইকেট শিকার করেন নিশিতা আক্তার নিশি এবং ফারজানা ইয়াসমিন। বাকি একটি উইকেট নেন আফিয়া আশিমা।

বল হাতে ১৬ রান দিয়ে দুটি উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন নিশিতা আক্তার নিশি।



শেয়ার করুন :