ফিক্সিং মামলায় সাকিবের দলের মালিক চারদিনের রিমান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৪
ফিক্সিং মামলায় সাকিবের দলের মালিক চারদিনের রিমান্ড

দেশের হয়ে খেলা না হলেও বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব আল হাসান। সেখানে ব্যাট-বলের পারফরম্যান্স ছাড়াও সাকিব শিরোনানে ওঠে আসছে প্রায়ই। সাকিবের খেলা যুক্তরাষ্ট্র ন্যাশনাল লিগ বন্ধ হওয়ার পর এবার লঙ্কা টি১০ সুপার লিগের সাকিবের খেলা গল মারভেলসের মালিক প্রেম ঠাকুরকে ফিক্সিং মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

ফিক্সিংয়ের অভিযোগে বৃহস্পতিবার দিনগত রাকে গল মারভেলসের মালিক প্রেম ঠাকুরকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ। সাকিব গল মারভেলসের হয়ে খেলছেন এবং বর্তমানে শ্রীলঙ্কাতেই অবস্থান করছেন।

এদিকে, গ্রেপ্তার প্রেম ঠাকুর শ্রীলঙ্কান লিগে দলের মালিক হলেও তিনি একজন ভারতীয়। প্রেম ঠাকুর তার দলের একজন বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই খেলোয়াড় প্রস্তাব নাকচ করে ফিক্সিং-বিরোধী ইউনিটের কাছে অভিযোগ করেছেন। যার প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাকে গেপ্তার করেছেন।

গ্রেপ্তারের পর শুক্রবার কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য প্রেম ঠাকুরকে চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

লঙ্কা টি১০ লিগ খেলতে যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি১০ লিগে খেলেছেন সাকিব। তার আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল)। তবে নানা ধরনের অনিয়মের কারণে যুক্তরাষ্ট্রের এনসিএল নিষিদ্ধ করেছে আইসিসি।

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন শেখ হাসিনা সরকারের একজন সংসদ সদস্য সাকিব আল হাসান। খেলার বাইরে রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য এখন দেশেও ফিরতে পারছেন না আন্দোলনের সময় হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলার আসমি সাকিব।

দেশে ফিরতে না পারা সাকিব ভারতে সিরিজ চলাকলে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বিদায় নেন সাকিব আল হাসান। ওয়ানডে ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানালেও জাতীয় দলে এখন পর্যন্ত সাকিবের আর জায়গা হয়নি।



শেয়ার করুন :