সুমাইয়া আক্তারের নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে মাত্র আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন তিন ক্রিকেটার রয়েছেন।
সুমাইয়া আক্তার ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাসম্পন্ন বাকি দুজন হলেন নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম পিংকি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে অভিষেক হয় সুমাইয়ার।
এছাড়া ১৬ বছর বয়সী অফ স্পিনার নিশিতা গত বছর পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে খেলেন। আর গত মে মাসে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় ১৫ বছর বয়সী হাবিবার।
টি-টোয়েন্টি সংস্করণের ছয় দলের এ টুর্নামেন্ট শুরু হবে রোববার (১৫ ডিসেম্বর)। তার আগে প্রথমবার অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলতে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
আসরের দ্বিতীয় দিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের আরেক ম্যাচ মঙ্গলবার মালয়েশিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের দুটি ম্যাচই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে।
বাংলাদেশ দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আসিমা ইরা (সহ-অধিনায়ক), মোসাম্মত ঈভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফারিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সুবহা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, আরভিন তানি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, মেহেরুন নেসা।