বিশ্বজুড়ে টি২০ এবং টি১০ লিগের অনুমোদন দিলেও কঠোর নির্দেশনা ছিল আইসিসির। সেই নির্দেশনা না মানায় এবার যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) অনুমোদন বাতিল করলো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। লিগটিতে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও খেলেছেন।
ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট লিগের অনুমোদন বাতিলের মূল কারণ, লিগের প্লেয়িং ইলেভেনের নিময় মানা হয়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেট লিগে প্রথম একাদশে অন্তত সাতজন দেশীয় ক্রিকেটার রাখতে হবে। তবে আইসিসি সেই নিয়মের তোয়াক্কা করেনি যুক্তরাষ্ট্রের এনসিএল।
লিগের কিছু কিছু ম্যাচে এক সাথে ৬ থেকে ৭ জন বিদেশি ক্রিকেটার ফিল্ডিং করছেন। যা আইসিসির নিয়ম ভাঙার পাশাপাশি নির্দেশনার প্রতি অসম্মান দেখানো হয়েছে। বিষয়গুলো চিঠি মাধ্যমে এনসিএলকে জানিয়ে দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই লিগটিতে মুখ্য প্রচারমুখ হিসেবে ছিলেন ওয়াসিম আকরাম এবং ভিভিয়ান রিচার্ডস। লিগের অংশীদারদের তালিকায় ছিল শচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিদের নাম।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল) সিক্সটি স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান। লস অ্যাঞ্জেলেস ওয়েভস দলের অধিনায়কের দায়িত্বও সামলিয়েছেন তিনি।