বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২শ ছক্কার মালিক হলেন অভিজ্ঞ ডান-হাতি ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে তিন ছক্কা হাঁকিয়ে এ মাইলফলক স্পর্শ করেন ৩৮ বছর বয়সী এ অভিজ্ঞ টাইগার ব্যাটার।
রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩টি করে চার-ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন মাহমুদুউল্লাহ।
ইনিংসের ৩টি ওভার বাউন্ডারিতে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ২শ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামার আগে ৪২৬ ম্যাচে ক্যারিয়ারে ১৯৭টি ছক্কা মেরেছিলেন মাহমুদুউল্লাহ। ওই তিন ছক্কায় ৪২৭ ম্যাচের ৪৩০ ইনিংসে ২শ ছক্কা পূর্ণ করেছেন তিনি।
২০০৭ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পর ৫০ টেস্টে ২৪টি, ২৩৬টি ওয়ানডেতে ৯৯টি ও ১৪১টি টি-টোয়েন্টিতে ৭৭টি ছক্কা মেরেছেন মাহমুদুউল্লাহ রিয়াদ।
বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কায় দ্বিতীয়স্থানে আছেন তামিম ইকবাল। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে ১৮৯টি ছক্কা আছে তামিমের।
এছাড়া এ তালিকায় তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহিম। ৪৬৮ ম্যাচের ৫২১ ইনিংসে ১৭৩টি ছক্কা হাকিয়েছেন মুশি। ৪৪৭ ম্যাচের ৪৯১ ইনিংসে ১৩৫টি ছক্কা মেরে তালিকার চতুর্থস্থানে আছেন সাকিব আল হাসান।
তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি ছক্কার বিশ্ব রেকর্ড ভারতের অধিনায়ক রোহিত শর্মার। ৪৮৯ ম্যাচের ৫২১ ইনিংসে ৬২৪টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত।