ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিলো টাইগার যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪
ভারতকে ১৯৯ রানের লক্ষ্য দিলো টাইগার যুবারা

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে ভারতীয় বোলারদের সামনে বড় স্কোর গড়তে পারলো না বাংলাদেশের যুবারা। টস হেরে প্রথমে ব্যাট করে ৫ বল বাকি থাকতেই অলআউট হওয়া টাইগার যুবাদের সংগ্রহ দাঁড়ায় ১৯৮ রান। শিরোপা জয়ে ভারতীয় যুবাদের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৯৯ রান।

ফাইনালে ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকেই রান খরায় ভুগে বাংলাদেশ। ইনিংসে সপ্তম ওভারে উদ্বোধনী জুটি ভাঙলেও দলীয় রান ছিল ১৭। দ্বিতীয় উইকেট হারায় দলীয় ৪১ রানে।

৬৬ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ জুটিতে ৬২ রান পায় টাইগার যুবারা। এরপর ১৩২ রানে পঞ্চম, ১৫৫ রানে ষষ্ঠ, ১৬৫ রানে সপ্তম, ১৬৭ রানে অষ্টম, ১৯৭ রানে নবম এবং ১৯৮তম রানে শেষ উইকেট হারায় বাংলাদেশ।

দলের পক্ষে ব্যাট হাতে দু’জন ব্যাটার চল্লিশের ঘরে পৌঁছালেও কেউ ফিফটি করতে পারেনি। মোহাম্মদ শিহাব জেমস ৪০ এবং রিয়াজ হোসেন ৪৭ রান করেন।

এছাড়া শেষ দিকে ফরিদ হাসানের ব্যাট থেকে আসে ৩৯ রানে একটি ইনিংস। ফরিদ যতক্ষণ উইকেটে ছিলেন রানের আশায় ছিল বাংলাদেশ। তবে নবম উইকেটে ফরিদ ফিরলে দুইশও পাড় হতে পারেনি বাংলাদেশের স্কোর।

এদিকে, বাংলাদেশ যুবাদের আটকাতে একে একে সাতজন বোলার ব্যবহার করেছেন ভারতীয় অধিনায়ক। সাত বোলারের মধ্যে মাত্র দু’জন ১০ ওভারের কোটা পূরণ করেছেন। এর মধ্যে ২টি করে উইকেট শিকার করেছেন তিনজন। একটি করে উইকেট পেয়েছেন আরও তিনজন।



শেয়ার করুন :