ফরচুন বরিশালের অপরাগতায় বিপিএল চ্যাম্পিয়ন না হয়ে গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ পেয়েছিল রংপুর রাইডার্স। অপ্রত্যাশিত সেই সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। প্রথমবারের মতো অংশ নিয়েই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের এ দলটি।
গায়ানায় গ্লোবাল সুপার লিগের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করে সৌম্য সরকার এবং স্টিভেন টেলরের জোড়া ফিফটিতে ৩ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে রংপুর রাইডার্স।
দলের পক্ষে ব্যাট হাতে স্টিভেন টেলর ৬৮ এবং সৌম্য সরকার অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলেছেন। তাদের দু’জনের ব্যাটে বড় সংগ্রহ পায় রংপুর। ৪৯ বল খেলা টেলরের ইনিংসে ৪টি করে চার ও ছক্কার মার ছিল। এছাড়া ৫৪ বল খেলা সৌম্য ৭টি চারের সাথে ৫টি ছক্কা হাঁকিয়েছেন।
জবাবে রংপুরে বোলারদের তোপের মুখে পড়ে ১৮.১ ওভারে ১২২ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়ার ব্যাটিং ইনিংস। ভিক্টোরিয়াকে আটকে রাখার পথে বল হাতে হারমিত সিং ৩টি এবং মেহেদী হাসান, রিশাদ হোসেন এবং সাইফ হাসান ২টি করে উইকেট শিকার করেন।
৫ দলের গ্লোবাল সুপার লিগে লিগ পর্বে চার ম্যাচের প্রথম দুটিতে হেরেছিল রংপুর রাইডার্স। নুরুল হাসানের নেতৃত্বাধীন দলটি ভিক্টোরিয়ার কাছে ১০ রানে হেরেছিল। ফাইনাল দেখায় দারুণ জয় তুলে নিয়ে ইতিহাস রচনা করলো বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি দল রংপুর রাইডার্স।
ব্যাট হাতে ঝড় তোলা সৌম্য সরকার ফাইনাল ম্যাচর ছাড়াও টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন।