বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পন্সর হলো বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। বহুজাতিক এ কোম্পানির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি হয়েছে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি ও ইউনিলিভারের সাথে চুক্তি সম্পন্ন হয়। চুক্তি স্বাক্ষর করেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী ও ইউনিলিভারের বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম মালিতা।
দুবাইয়ে আসন্ন এশিয়া কাপ দিয়ে বাংলাদেশের ক্রিকেটের সাথে যাত্রা শুরু করবে ইউনিলিভার। চুক্তি অনুযায়ী ইউনিলিভার পণ্য লাইফবয় সঙ্গী হিসেবে থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে। একই সঙ্গে মহিলা দল, বাংলাদেশ ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গেও থাকবে লাইফবয়।
ইউনিলিভারের সঙ্গে যুক্ত হয়ে বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন বলেন, আন্তর্জাতিকভাবে ইউনিলিভার একটি সুপরিচিত ব্র্যান্ড। তাদের যথেষ্ঠ সুনামও রয়েছে। বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পাশে থাকায় বিসিবির পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাই। এটি একটি নতুন প্রতিশ্রুতি এবং দীর্ঘমেয়াদি সহযোগিতা ও সর্ম্পকের দরজা খুলেছে।
এক বিবৃতিতে ইউনিলিভারের বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার বলেন, বিসিবির সাথে স্পন্সের অংশীদার হতে পেরে আমরা অনেক বেশি আনন্দিত। দেশের নিজস্ব আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখা এবং নিজস্ব ব্যবসা পদ্ধতিকে প্রতিষ্ঠিত করার ইতিহাস রয়েছে ইউনিলিভারের।
গত বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের স্পন্সর ছিলো ইউনিলিভার। এমনকি ক্লিয়ার মেন অনূর্ধ্ব-১৭ ফুটবলের পাশেও ছিলো তারা। এর আগে বিসিবির স্পন্সর ছিলো বেসরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান ‘রবি টেলকম’।
হঠাৎ করেই গত ২৬ আগস্ট মাবাইল সেবা প্রতিষ্ঠানটি বিসিবির সাথে তাদের চুক্তি থেকে সরে দাঁড়ায়। বিসিবি’র সাথে রবি’র চুক্তির মেয়াদ ছিলো ২০১৯ সালের জুন পর্যন্ত। ২০১৭ সালের জুলাইয়ে বিসিবির সাথে চুক্তি করেছিলো রবি।