দেড়শ রানের পুঁজি নিয়েও ৪৬ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার যশ্বসী জয়সওয়াল ও লোকেশ রাহুলের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭২ রান করেছে ভারত। ফলে ১০ উইকেট হাতে নিয়ে ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।
পার্থে টেস্টের প্রথম দিনই ব্যাটারদের ব্যর্থতায় ১৫০ রানে অলআউট হয় ভারত। জবাবে বুমরাহ’র তোপে ৭ উইকেটে ৬৭ রান তুলে দিন শেষ করেছিলো অস্ট্রেলিয়া। ৩ উইকেট হাতে নিয়ে ৮৩ রানে পিছিয়ে ছিলো অসিরা। ৪ উইকেট নিয়েছিলেন বুমরাহ।
দ্বিতীয় দিনের সপ্তম বলে উইকেটে শিকারের আনন্দে মাতে ভারত। ১৯ রান নিয়ে খেলতে নেমে বুমরাহ’র বলে আউট হন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। ৩টি চারে ক্যারি ২১ রান করেন। ক্যারিকে আউট করে টেস্ট ক্যারিয়ারে ১১তমবারের মত ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন বুমরাহ।
এরপর ন্যাথান লিঁওকে ৫ রানে বিদায় করে দলীয় ৭৯ রানে অস্ট্রেলিয়ার নবম উইকেটের পতন ঘটান অভিষেক টেস্ট খেলতে নামা হর্ষিত রানা। শেষ উইকেটে ২৫ রানের জুটিতে অস্ট্রেলিয়াকে ১’শর নীচে গুটিয়ে যাবার লজ্জা থেকে রক্ষা করেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড।
২টি চারে ২৬ রান করা স্টার্ককে আউট করে অস্ট্রেলিয়ার ইনিংস ১০৪ রানে শেষ করেন রানা। বুমরাহ ৩০ রানে ৫টি, রানা ৩টি ও মোহাম্মদ সিরাজ ২ উইকেট নেন।
বোলারদের নৈপুন্যে প্রথম ইনিংসে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে ভারত। অস্ট্রেলিয়ার বোলারদের দেখেশুনে খেলে ভারতের রানের চাকা ঘুড়িয়েছেন জয়সওয়াল ও রাহুল।
এসময় টেস্ট ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি করেন প্রথম ইনিংসে শূন্যতে ফেরা জয়সওয়াল। ৪৮তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১৬তম অর্ধশতকের দেখা পান রাহুল।
জোড়া হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করেছেন জয়সওয়াল ও রাহুল। শেষ পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করেছেন দু’জনে। ৭টি চার ও ২টি ছক্কায় জয়সওয়াল ১৯৩ বলে ৯০ এবং ৪টি চারে ১৫৩ বলে রাহুল ৬২ রানে অপরাজিত আছেন।
এই ইনিংসে ২টি ছক্কা মেরে বিশ্ব রেকর্ডের মালিক হয়েছেন জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার মালিক এখন তিনি। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড ভেঙ্গেছেন জয়সওয়াল। ২০১৪ সালে ৯ টেস্ট খেলে ৩৩টি ছক্কা মেরেছিলেন ম্যাককালাম। ১২ টেস্টে ৩৪ ছক্কা মেরেছেন জয়সওয়াল। তালিকার তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ২০২২ সালে ২৬টি ছক্কা মেরেছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার মাটিতে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৭২ রান করেছেন জয়সওয়াল ও রাহুল।