বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে সফরে গিয়ে নতুন আরও এক দায়িত্ব পেলেন দেশীয় এ কোচ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সাথে যাননি ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তার অনুপস্থিতে মোহাম্মাদ সালাহউদ্দিনের কাঁধে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি।
বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ডেভিড হেম্প কেন সফরে নেই কিংবা তার ভবিষ্যৎ কি এ বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
সালাহউদ্দিন এর আগে ফিল্ডিং কোচ হিসেবেও ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন। এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা দেশের ক্রিকেট অন্যতম সফল এ কোচ এবার শান্ত মিরাজদের ব্যাটিংটাও দেখবেন। তবে সালাহউদ্দিনের এ দায়িত্বটা আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বলে জানা গেছে।
এদিকে, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ছাড়াও অ্যানালিস্ট মহসিন শেখও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে যাননি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সফরে ভারতীয় এক অ্যানালিস্টকে নিয়েছে বিসিবি।