ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং কোচের দায়িত্বে সালাহউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২১ নভেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটিং কোচের দায়িত্বে সালাহউদ্দিন

বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন। তবে সফরে গিয়ে নতুন আরও এক দায়িত্ব পেলেন দেশীয় এ কোচ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সাথে যাননি ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তার অনুপস্থিতে মোহাম্মাদ সালাহউদ্দিনের কাঁধে ব্যাটিং কোচের দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি।

বিসিবির এক কর্মকর্তা সংবাদ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে ডেভিড হেম্প কেন সফরে নেই কিংবা তার ভবিষ্যৎ কি এ বিষয়ে এখনো পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।

সালাহউদ্দিন এর আগে ফিল্ডিং কোচ হিসেবেও ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন। এসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন করা দেশের ক্রিকেট অন্যতম সফল এ কোচ এবার শান্ত মিরাজদের ব্যাটিংটাও দেখবেন। তবে সালাহউদ্দিনের এ দায়িত্বটা আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফর পর্যন্ত বলে জানা গেছে।

এদিকে, ব্যাটিং কোচ ডেভিড হেম্প ছাড়াও অ্যানালিস্ট মহসিন শেখও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের সাথে যাননি। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ সফরে ভারতীয় এক অ্যানালিস্টকে নিয়েছে বিসিবি।



শেয়ার করুন :