মেয়েদের আয়ারল্যান্ড সিরিজের স্পন্সর সেনোরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২০ নভেম্বর ২০২৪
মেয়েদের আয়ারল্যান্ড সিরিজের স্পন্সর সেনোরা

বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্পন্সর হলো স্কায়ার গ্রুপ। গ্রুপটি দুটি পণ্য সেনোরা এবং রুচি নারীদের এ সিরিজের স্পন্সর করছে। বুধবার (২০ নভেম্বর) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে সেনোরা, একই সাথে পাওয়ার্ড বাই হিসেবে সিরিজে থাকবে রুচি। ফলে সিরিজটি নামকরণ করা হয়েছে, ‌‘সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অব বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি’।

আয়ারল্যান্ডের বিপক্ষে মেয়েদের দল দিলো বিসিবি

প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ২৭ ও ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর মিরপুর শেরে বাংলায় অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৫, ৭ ও ৯ ডিসেম্বর টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন ফাহিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড হাবিবুল বাশার সুমন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিডেটের সিইও অজয় কুমার কুন্ডু উপস্থিত ছিলেন।



শেয়ার করুন :