নিজেদের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের নারীদের দল ঘোষণা করলো বাংলাদেশ। সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ দল ঘোষণা করে।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দলে সহঅধিনায়ক হিসেবে রয়েছেন নাহিদা আক্তার। মূল দলের সাথে স্ট্যান্ড বাই পাঁচজনকে রাখা হয়েছে।
সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। একই মাঠে সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে ৩০ নভেম্বর এবং ২ ডিসেম্বর।
ওয়ানডে সিরিজ শেষে দুই দলের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫, ৭ এবং ৯ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের জন্য পরে দল দিবে বিসিবি।
বাংলাদেশ নারী দলের ওয়ানডে দল
নিগার সুলতানা জয় (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা, শোভনা মোস্তারি, ঝর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার এবং শানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ড বাই থাকা পাঁচজন হলেন
দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সারমিন সুলতানা এবং ফারিহা ইসলাম তৃষ্ণা।