কোকেন সেবনের দায়ে নিষেধাজ্ঞা পেলেন ব্রেসওয়েল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৪
কোকেন সেবনের দায়ে নিষেধাজ্ঞা পেলেন ব্রেসওয়েল

নিষিদ্ধ মাদক কোকেন সেবনের দায়ে ক্রিকেট থেকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ডগ ব্রেসওয়েল। চলতি বছরের জানুয়ারিতে সেন্ট্রাল স্ট্যাগস ও ওয়েলিংটনের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচের সময় ৩৪ বছর বয়সী ব্রেসওয়েলের দেহে নিষিদ্ধ মাদকের অস্তিত্ব ধরা পড়েছিল।

ঘরোয়া টুর্নামেন্টের ওই ম্যাচে ২১ রানে ২ উইকেট নিয়ে ব্রেসওয়েল ম্যাচ সেরার পুরস্কার পেয়েছিলেন। ১১ বলে তিনি ৩০ রানও সংগ্রহ করেছিলেন। স্পোর্টস ইন্টিগ্রিটি কমিশন জানিয়েছে, টুর্নামেন্ট শুরুর আগেই ব্রেসওয়েল মাদক সেবন করেছিলেন।

প্রয়োজনীয় চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করায় শাস্তির পরিমাণ প্রথমে তিন মাস থাকলেও পরবর্তীতে তা কমিয়ে একমাস করা হয়েছে।

২০২৪ সালের এপ্রিল থেকে ব্রেসওয়েলের এক মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে। যে কারনে ইতোমধ্যেই এই নিষেধাজ্ঞার সময় শেষ হয়েছে। যেকোন মুহূর্তে ব্রেসওয়েল আবারো খেলা শুরু করতে পারবেন।

২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেছেন ব্রেসওয়েল। তিন ধরনের ফর্মেটে এখন পর্যন্ত ২৮ টেস্ট, ২১ ওয়ানডে ও ২০টি টি-টোয়েন্টিসহ সর্বমোট ৬৯টি ম্যাচে নিউজিল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছেন।



শেয়ার করুন :