ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাথে সিনিয়র সহকারী কোচ হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে দেশীয় কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের। ক্যারিয়ব সফরে দলকে নিয়ে ইতিমধ্যে কোচিংও শুরু করেছেন তিনি। সালাহউদ্দিনের দৃষ্টিতে, বাংলাদেশ জাতীয় দলে থাকা বর্তমান ক্রিকেটারদের স্বপ্নের পরিধি বেড়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত ভিডিওতে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করতে গিয়ে এমনটাই বলেছেন। বলেন, “আমার কাছে মনে হয়েছে এখন যারা আছে (জাতীয় দলে) তাদের স্বপ্নটাও আরও একটু (আগের তুলনায়) বড়।”
ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দল নিয়ে সালাহউদ্দিন বলেন, “মোটামোটি একটি ব্যালেন্স টিম, সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে ছেলেরা মোটিভেটেড ভালো খেলার জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে যে, তারা আসলে সাদা পোশাকটা (টেস্ট ক্রিকেট) পড়তে চায়। এই ইনটেশনটা সবচেয়ে বেশি দরকার আমাদের, যেখানে আমরা টেস্ট ক্রিকেটে ভালো করবো।”
আমার কাছে মনে হয়েছে, এখন যারা আছে (জাতীয় দলে) তাদের স্বপ্নটাও আরও একটু বড় -মোহাম্মদ সালাহউদ্দিন
ক্রিকেটারদের প্র্যাকটিস নিয়ে তিনি বলেন, “সবার পরিশ্রম দেখে আমার খুবি ভালো লাগছে। আজকে ১৪ বছর পর আমি আবার আসলাম ওয়েস্ট ইন্ডিজে। যেখান থেকে আমি আন্তর্জাতিক কোচিং শুরু করেছিলাম। এখানে ছেলেদের দেখে খুব ভালো লাগছে, বিশেষ করে তাদের ওয়ার্ক এথিক্স দেখে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে।”
দলের ক্রিকেটারদের চিন্তা চেতনা নিয়ে দেশীয় এ কোচ বলেন, “তাদের (ক্রিকেটার) ইনটেনশন, যেটা আমার কাছে মনে হয়েছে, একটু হলেও এগিয়ে আছে আগের তুলনায়। আমার কাছে মনে হয়েছে, এখন যারা আছে (জাতীয় দলে) তাদের স্বপ্নটাও আরও একটু বড়। তারা চেষ্টা করছে নিজেদের ভেরিয়ার ভাঙার জন্য, সেখান থেকে তারা উপরের দিকে উঠার চেষ্টা করছে। ইনশা আল্লাহ, আমি আশা করি তারা ভালো করবে।”