জাতীয় দলে কোচিংয়ে আস্তে-ধীরের আসতে চান আশরাফুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৪ নভেম্বর ২০২৪
জাতীয় দলে কোচিংয়ে আস্তে-ধীরের আসতে চান আশরাফুল

ক্রিকেট ক্যারিয়ার শেষে এবার কোচিংয়ে যুক্ত হলেন দেশের ক্রিকেটে প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডাসের সহকারী কোচ হিসেবে যাচ্ছেন গ্লোবাল টি২০ সুপার লিগে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হলেও এখনি জাতীয় দলের মতো বড় জায়গায় নিজেকে দেখতে চান না আশরাফুল। এগুতে চান আস্তে-ধীরে।

গ্লোবাল টি-টোয়েন্টি খেলতে যাওয়ার আগে বৃহস্পবার (১৪ নভেম্বর) থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে রংপুর রািইডার্স। কোচ আশরাফুলের তত্ত্বাবধানেই কোচিং শুরু করে রংপুর। দলটির প্রধান কোচ মিকি আর্থার যুক্ত হবে গ্লোবাল সুপার লিগে।

নতুন পরিচয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে আশরাফুল বলেন, “খুবি ভালো লাগছে। আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছা ছিল। গত আসরেই বিপিএলের সাথে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে, কিন্তু পরে করা হয়নি।”

তিনি বলেন, “ এ বছরে বিপিএল থেকে কাজ করবো সেটা একটা প্ল্যান ছিল। তারপর লাকিলি যে বরিশাল খেলতে যাচ্ছে না (গ্লোবাল টি২০ টুর্নামেন্টে)। সেই কারণে আমরা রংপুর রাইডার্স যাচ্ছি। সেখানে (গ্লোবাল সুপার লিগ) আমাদের হেড কোচ মিকি আর্থার আছেন এবং এই টুর্নামেন্টে অ্যাজ এ এসিস্ট্যান্ট কোচ হিসেবে যাচ্ছি। তো ভালো লাগছে।”

কোচিং ক্যারিয়ার শুরুর পর এখন জাতীয় দলের প্যানেলে ঢোকার স্বপ্ন দেখেন কিনা এমন প্রশ্নে আশরাফুল বলেন, “সবারই তো স্বপ্ন থাকে কিন্তু আমার এখনো শিখার অনেক কিছু বাকি আছে। আমি খেলেছি ঠিক আছে কিন্তু লেভেল-থ্রিও (কোচিং) করেছে এটাও ঠিক আছে। তবে কাজ করতে হবে, শুরু করলাম আশা করি যে এখানে ভালো করলে তখনি আসলে সুযোগ হবে। আমি আস্তে-ধীরেই আসতে চাই। একদম সব জায়গায় কাজ করে, সব লেভেলে কাজ করে তারপরেই আসতে চাই।”

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। এ বিষয়ে আশারাফুল বলেন, “নিশ্চিয়.. (ভালো লাগা), এটা আরও আগে করা উচিত ছিল, বিশেষ করে অনেকগুলো পজিশনেই আমাদের লোকাল কোচ থাকলে ভালো হতো। সালাহউদ্দিন ভাই অলমোস্ট ১৩/১৪ বছর পরে আবার জাতীয় দলের রাডারে ঢুকেছেন, এটা আমি মনে করি অবশ্যই পজেটিভ। আমাদের প্লেয়ারদের জন্যও ভালো। হয়তো সবার সাথে উনার সহজ রিলেশন আছে।”

তিনি আরও বলেন, “অবশ্যই আশা করবো ওয়েসট ইন্ডিজে আমাদের টিমটা ভালো করবে। যদি টিম ভালো করে তখনি আসলে কোচের থাকাটা সুবিধা হবে। যদি টিম ভালো না করে তখন আমরা আবার প্রশ্ন তুলবো, কিন্তু আমি মনে করি যে খুবি ভালো সালাহউদ্দিন ভাই ঢুকাটা আমাদের, বাঙালি যারা আছেন, যারা ভবিষ্যতে স্বপ্ন দেখেন ডেফিনেটলি তাদের জন্য ভালো।”



শেয়ার করুন :