এনসিএলে টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, দিতে হবে ফিটনেস টেস্ট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৫ পিএম, ১৩ নভেম্বর ২০২৪
এনসিএলে টি-টোয়েন্টি দিয়ে ফিরবেন তামিম, দিতে হবে ফিটনেস টেস্ট

দীর্ঘদিন ধরে মাঠের ক্রিকেটের বাইরে থাকা তামিম ইকবাল ফিরছেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফলম্যাট দিয়ে। তবে এর আগে তামিমকে দিতে হবে ফিটনেস পরীক্ষা। জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার এমনটাই জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ নভেম্বর) মিরপুরে সংবাদ মাধ্যমের সাথে কথা সময় হান্নান সরকার বলেন, ‍“তামিম ইকবাল এনসিএল টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। সে স্বাভাবিকভাবেই চট্টগ্রাম বিভাগের হয়ে খেলবে। টি-টোয়েন্টি সংস্কারণে সে খেলবে। কয়টা ম্যাচ খেলবে, কখন খেলবে -এই বিষয়গুলোর জন্য আমাদের হাতে আরও সময় আছে।”

বিপিএলের ১১তম আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। তার আগে এনসিএলে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজে ঝালিয়ে নেওয়াটাই তামিম ইকবালের জন্য দারুণ সুযোগ। তবে নিয়ম অনুযায়ী, তার আগে অবশ্য দিতে হবে ফিটনেস পরীক্ষা।

হান্নান সরকার বলেন, “ফিটনেস টেস্ট সবাইকে দিতে হবে। এটা আমাদের খুবই মৌলিক মানদণ্ড। ফিটনেস টেস্টে সে অবতীর্ণ হবে। একটা লক্ষ্যমাত্রা থাকবে। সেটা স্পর্শ করতে হবে। কিছু কিছু সিনিয়র ক্রিকেটারের ক্ষেত্রে আমরা ফিটনেস টেস্টের মানদণ্ড স্পর্শ না করলেও তাদের সুযোগ দিয়েছি। তারা সিনিয়র ক্রিকেটার দেখে এমনটা হয়েছে। জাতীয় লিগ এখনও খেলছে। তামিমকেও এই মানদণ্ডের ভেতর দিয়ে আসতে হবে।”

জাতীয় লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হতে পারে ১১ ডিসেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। তামিমকে চট্টগ্রামের জার্সি গায়েই দেখা যাবে। এনসিএল শেষে ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর।



শেয়ার করুন :