আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে খেলতে পারছেন না নাজমুল হোসেন শান্ত। কুঁচকির চোটে ভোগার কারণে টাইগার অধিনায়ককে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। অন্তত দুই সপ্তাহ বিশ্রামের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরেও তাকে পাওয়া যাবে না।
সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বলা হয়, নাজমুল হোসেন শান্ত কুঁচকিতে ভুগছেন, যার ফলে শারজাহতে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে তার খেলা হচ্ছে না। একই সাথে চলতি মাসের শেষের দিকে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ থেকেও তাকে দূরে থাকতে হবে।
শনিবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে চোট পেয়েছিলেন শান্ত। পরে এমআরআই রিপোর্টে আঘাতের বিষয়টি নিশ্চিত হয়েছে।
বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরী বলেছেন, “এমআরআই এবং স্ক্যান রিপোর্ট পাওয়ার পর শান্তর বাম কুঁচকিতে গ্রেড ১১ স্ট্রেন নিশ্চিত হয়েছি। এখন তার বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন।”
তিনি আরও বলেন, “আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শান্ত খেলতে পারবেন না। একই কারণে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজেও তাকে বিশ্রামে থাকতে হবে। দুই সপ্তাহ পর তার অবস্থা পুনর্বিবেচনা করা হবে। পুনর্বাসন চালিয়ে যেতে সংযুক্ত আরব আমিরাত থেকে শান্তকে দেশে পাঠানো হচ্ছে।”
শান্ত ছিটকে যাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিবেন মেহেদী হাসান মিরাজ। একই সাথে শান্তর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত দলেও সহকারী অধিনায়ক হিসেবে রয়েছেন মিরাজ।