সারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করছে বাংলাদেশ। সিরিজ রক্ষার এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। মুশফিক না থাকায় উইকেটরক্ষক দায়িত্বে পালনে অভিষেক হয়েছে জাকের আলীর।
আঙুলে ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিক। ফলে তার পরিবর্তে জাকির আলী অনিকের অভিষেক হওয়াটা নিশ্চিতই ছিল। মুশফিক ছাড়াও আরও একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন রিশাদ হাসান। তার পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন ভিসা জটিলতার কারণে দেরিতে যাওয়া নাসুম আহমেদ।
বাংলাদেশ দুটি পরিবর্তন আনলেও আফগানিস্তান আগের ম্যাচের একদাশ নিয়েই খেলছে।
প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় লজ্জাজনক পরাজয়ে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ রক্ষায় বাঁচা-মরার ম্যাচ।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ , জাকের আলী (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আটাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, নানগেয়ালিয়া খারোটে, ফাজালহাক ফারুকি।