৫০ ওভারের ম্যাচ দিয়ে অনুষ্ঠিত হবে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। চলতি নভেম্বরের শেষ দিকে শুরু হওয়া যুবাদের এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হয়েছে। ২৯ নভেম্বর বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচ দিয় শুরু হবে এবারর আসর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৮ দলের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।
সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার যুব এশিয়া কাপে দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ছাড়াও রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল।
এছাড়া ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং জাপান। দুবাই ও শারজাহর ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে।
গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৯ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে ১ ডিসেম্বর নেপালের সঙ্গে এবং ৩ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করবে টাইগার যুবারা। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। এছাড়া, ৩০ নভেম্বর দুবাইয়ে আয়োজিত হবে ভারত-পাকিস্তানের হাই-ভোল্টেজ ম্যাচ।
প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুইটি দল সেমি-ফাইনালে উন্নীত হবে। প্রথম সেমি-ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ডিসেম্বর দুবাইয়ে এবং একই দিন দ্বিতীয় মেসি অনুষ্ঠিত হবে শারজাহতে। সেমি-ফাইনালের বিজয়ী দুই দল ৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনাল লড়াইয়ে মাঠে নামবে।