মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিসিবির সর্বশেষ বোর্ড মিটিংয়ে এক দেশীয় কোচকে জাতীয় দলে যুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিসিবি সভাপতি এক প্রশ্নের জবাবে বিষয়টি নিশ্চিত করলেও নাম জানাননি। যদিও এ বিষয়ে গণমাধ্যমে সালাহউদ্দিনকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে এ বিষয়ে সংবাদ প্রকাশ হয়েছিল।
সোমবার (৫ নভেম্বর) বিসিবি থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত মোহাম্মদ সালাহউদ্দিনকে বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন জাতীয় দলের সাথে যুক্ত করায় বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিশ্বাস করেন, এর মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে দেশিও কোচদের যুক্ত হওয়ার পথ প্রশস্ত করবে।
বিসিবি সভাপতি বলেন, “বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করার পর থেকে জাতীয় দলের সেটে যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সালাহউদ্দিনের যে অভিজ্ঞতা এবং জ্ঞানের ভান্ডার রয়েছে, তা এ ভূমিকার জন্য আদর্শ প্রার্থী করে তুলেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এখন সময় এসেছে আরও দক্ষ বাংলাদেশি কোচদের এ পথে একীভূত করার।”
মোহাম্মদ সালাহউদ্দিনের দুই দশকের কোচিং ক্যারিয়ার। এছাড়া এর আগে সালাহউদ্দিন জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।