বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোন নিদিষ্ট লক্ষ্য নেই বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ডেসিং ওপেনার খ্যাত এ ক্রিকেটারের মতে, দল এবং ক্রিকেটাররা লক্ষ্য ঠিক করলেও বোর্ডের কোন লক্ষ্য না থাকায় দেশের ক্রিকেট পিছিয়ে যাচ্ছে।
দেশের বেসরকারি টেলিভিশন যমুনাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তামিম ইকবাল এমন মন্তব্য করেছেন।
তামিম বলেন, “বর্তমানে আমাদের ক্রিকেট যে জায়গায় থাকা উচিত ছিল সেই জায়গায় নাই। হয়তোবা ভেরতেই ঢুকছে.. একটু পেছনের দিকেই যাচ্ছে! বাট কেন হচ্ছে? এ জিনিসটাকে ফাইন্ড আউট করতে হলে প্লেয়ারদের সাথে ক্লোজ ডোরে আলোচনা করলেই হবে। এটা আপনার (সাংবাদিক) জানার দরকার নেই।”
মাঠের খেলা ছাড়াও ক্রিকেটারদের নানা বিষয়ের মধ্য দিয়ে যেতে হয়। পারফম্যান্স ভালো না হলে দলে জায়গা হারানোর শঙ্কা ছাড়াও স্যোশাল মিডিয়ায় নানা ধরনের ট্রলের শিকার হতে হয়। ফলে একজন ক্রিকেটারের ফিটনেস ইস্যু ছাড়াও মানসিক নানা চাপ নিয়ে মাঠে পারফর্ম করতে হয়। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তামিম ইকবাল সেটা বেশ ভালো করেই জানেন।
তিনি বলেন, “একজন প্লেয়ার কী কারণে তার সর্বোচ্চ পারফর্ম করতে পারছে না। ওকি মেন্টালি কোন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে? না সে কী হ্যাপি নাকি হ্যাপি না, কী দরকার না দরকার -এ জিনিসগুলো প্রতি মনোযোগ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমি এবারও এ কথাগুলো বলছি, আগেও এ কথাগুলো বলেছি। একটা গোল থাকা সবার জন্য ইজ ভেরি ইম্পরট্যান্ট।”
সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এক বিশ্বকাপ সামনে রেখে ‘টার্গেট পরের বিশ্বকাপ’ বলে ট্রলের শিকার হয়েছিলেন। ঠিক তেমনি বিসিবির কোন নির্দিষ্ট লক্ষ্য নেই বলে তামিম ইকবালও স্বরণ করে দিয়েছেন।
তামিম বলেন, “টিম গোল সেটা করতেছে, প্লেয়াররা গোল সেট করতেছে, বাট ক্রিকেট বোর্ডের কোন গোল নাই। তাহলে তো এই টিম আগাবে না কোনো সময়। বাংলাদেশ দলকে শেষ দুই বছরে কোথায় দেখতে চান -এ প্রশ্নটা আপনারা (সাংবাদিক) উনাদের (বোর্ড কর্তারা) কয়বার করেছেন? এটা তো করেন ক্যাপ্টেনকে বা কোচকে।”