আয়ারল্যান্ডের বিপক্ষে জ্যোতিদের ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি সিলেটে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১২ পিএম, ০৩ নভেম্বর ২০২৪
আয়ারল্যান্ডের বিপক্ষে জ্যোতিদের ওয়ানডে সিরিজ মিরপুরে, টি-টোয়েন্টি সিলেটে

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে আয়ার‌ল্যান্ড নারী ক্রিকেট দল। তিন ম্যাচ করে ওয়ানডে সিরিজটি ঢাকায় অনুষ্ঠিত হলেও টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেটে।

রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রায় ১০ বছর পর বাংলাদেশে আসছে আয়ারল্যান্ডের মেয়েরা। সর্বশেষ ২০১৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ডের মেয়েরা। দীর্ঘদিন পর এবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ আসছে আইরিশ মেয়েরা।

বিসিবির বিজ্ঞপ্তিতে সিরিজ দুটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, ২০২২-২৫ সার্কেলের আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ নভেম্বর। এর আগে ২২ নভেম্বর ঢাকা আসবে আইরিশ মেয়েরা। সিরিজের বাকি দুটি ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ২৭ নভম্বের এবং ২ ডিসেম্বর।

এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫, ৭ এবং ৯ ডিসেম্বর। সিরিজ দুটি শেষে ১০ ডিসেম্বর বাংলাদেশ ত্যাগ করবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল।



শেয়ার করুন :