ব্যাটিংয়ের সময় মনেই হয় না আমি ক্যাপ্টেন: শান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৩১ অক্টোবর ২০২৪
ব্যাটিংয়ের সময় মনেই হয় না আমি ক্যাপ্টেন: শান্ত

ছবি : স্পোর্টসমেইল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের মাঠে ব্যাট হাতে ভালো করতে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুধু এ সিরিজ নয়, বেশ অধিনায়কত্ব নেওয়ার পর থেকেই শান্তর ব্যাটে রান পাচ্ছে না বাংলাদেশ। তবে অধিনায়কত্বে চাপে নিজের ব্যাটিংয়ে প্রভাব পড়ছে বলে বিশ্বাস করেন না শান্ত। তার মতে, ব্যাট করার সময় মনেই হয় না তিনি অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর চট্টগ্রামে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে নিজের পারফরম্যান্স এবং ব্যাটিং নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

শান্ত বলেন, “আমার কাছে একবারও মনে হয় নাই, ইনফেক্ট আজকে যখন ব্যাটিং করেছি মনেই হয় নাই আমি ক্যাপ্টেন! আমি ক্যাপ্টেন তাই সব কিছু আমার একাই করতে হবে -এমনটা মনে হয় না। আমি জাস্ট বল দেখি আর ব্যাটিং করি।”

তিনি বলেন, “ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংটা এনজয় করি এবং ব্যাটিং করতে সবারই ভালো লাগে। সো, আমার চিন্তা থাকে একটাই যে, কিভাবে বড় রান করতে পারবো। সো, এই ব্যাটিংয়ে সময়ও আমার একবারও মনে হয়নি... (অধিনায়ক)।”

টেস্ট ক্রিকেটে গত দশ ম্যাচে নাজমুল হোসেন শান্তর একটি শতক এবং একটি ফিফটির ইনিংস আছে। তবে এক অংকের ঘরে আউট হয়েছেন সাতবার। নিজের এমন ব্যাটিং পারফম্যান্সেও অধিনায়কত্বে কোন চাপ অনুভব করেন না শান্ত।

গণমাধ্যমের সংবাদ অনুযায়ী জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চান শান্ত। তবে সংবাদ সম্মেলনে নেতৃত্ব ছাড়া নিয়ে কথা বলতে চাননি তিনি। বলেন, বিসিবি সভাপতির সাথে কথা বলার পর এ বিষয়ে জানানো হবে।



শেয়ার করুন :