ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন পরিবর্তন, নেই লিটন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৪ এএম, ২৯ অক্টোবর ২০২৪
ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন পরিবর্তন, নেই লিটন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস হেরে প্রথমে বোলিং করছে বাংলাদেশ। সিরিজ রক্ষার এ ম্যাচে আগের একদাশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে নেই লিটন দাস, জাকের আলী এবং নাঈম হাসান।

অসুস্থতার কারণে নেই লিটন দাস চট্টগ্রাম টেস্টে নেই। এছাড়া চোটের কারণে বাদ পড়েছেন জাকের আলী অনিক। অনিক খেলতে পারবে না সেটা গতকালই জানিয়ে দিয়েছে বিসিবি। তার বদলে দলে নতুন মুখ মাহিদুল ইসলামকে নেওয়া হয়েছে। চট্টগ্রাম টেস্টে অভিষেকও হয়েছে তার।

এছাড়া মিরপুর টেস্ট থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। তাদের তিন জনের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম, জাকির হাসান, নাহিদ রানা।

বাংলাদেশের ন্যায় চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকাও দলে পরিবর্তন এনেছে। ডেন পিট ও ম্যাথু ব্রিটজকে বাদ রেখে সেনরুয়ান মুথুসামি, ডেন প্যাটারসনকে একাদশে নেওয়া হয়েছে।

বাংলাদেশ একাদশ
মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকা একাদশ
টনি ডি জর্জি, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশাভ মহারাজ, সেনুরান মুথুসামি, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন।



শেয়ার করুন :