দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে আনক্যাপড বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিরাপত্তা জনিত কারণে বিদায়ী টেস্টে খেলতে পারছেন না সাকিব।
২৩ বছর বয়সী মুরাদ ২০২১ সালে অভিষেকের পর থেকে ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, যেখানে বল হাতে ১৩৬টি উইকেট শিকার করেছেন বাঁহতি এ স্পিনার।
দলে এ পরিবর্তন নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, “আমাদের জানানো হয়েছে যে, সাকিব প্রথম টেস্টে অনুপস্থিত। সাকিব তার টেস্ট ক্যারিয়ারের শেষ দিকে থাকলেও এখনো মতো আমাদের কেউ নেই। তবে হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন এবং আমাদের সিস্টেমে মধ্যে ছিল।”
বাংলাদেশ টেস্ট ক্রিকেট নতুন মুখ হাসান মুরাদকে নিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, “আশা করি সে (হাসান মুরাদ) আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে, বিশেষ করে ঘরের কন্ডিশনে। আমরা বিশ্বাস করি তার এ স্তরে ডেলিভারি করার সম্ভাবনা রয়েছে।”
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় নেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। তবে দেশে নিরাপত্তা জনিত ইস্যুতে দেশে ফেরার মাঝপথ থেকে তাকে যাত্রা থামাতে হয়েছে। ফলে প্রাথমিক দলে রাখা হলেও শেষ পর্যন্ত দল থেকে বাদ দিতে হলো।
প্রথম টেস্টে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং হাসান মুরাদ।