চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম ডিরেক্ট সাইনিংয়ে ক্যারিবিয়ান তারকা জনসন চার্লসকে দলে ভিড়িয়েছে। স্যোশাল মিডিয়ায় নিজেদের ফেসবুক পেজে এ পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৩ আসরে কুমিল্লার হয়েছে খেলেছেন জনসন চার্লস। বিপিএলের সেই নবম আসরের ফাইনাল সেরা হয়েছিলেন ক্যারিয়ান ক্রিকেটার জনসন চার্লস। ১৭৬ রান তাড়ায় কুমিল্লাকে জয় উপহার দিতে ৫২ বলে ৭টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৯ রানের অনবদ্য ইনিংস খেছিলেন তিনি।
ওই আসরেই খুলনা টাইগার্সের বিপক্ষে ২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করে খেলতে নেমে জনসন চার্লসের সেঞ্চুরিতে প্লে অফ নিশ্চিত করেছিল কুমিল্লা। ক্যারিবিয়ান এ ব্যাটার ৫৬ বলে ৫ চার আর ১১ ছক্কায় ১০৭ রান করেছিলেন।
বিপিএলের ষষ্ঠ আসরে রাজশাহী কিংসের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ওপেনার জনসন চার্লস। এর আগে পঞ্চম আসরে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে।
জনসন চার্লস জাতীয় দলের হয়ে ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। যেকানে ব্যাট হাতে মোট রান ১৩০২। এর মাঝে ব্যাট হাতে একটি সেঞ্চুরি ও ৫টি ফিফটির মার রয়েছে।