আরব আমিরাতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে জার্সিতে প্রিয়জনদের নাম লিখে খেলছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। বিশ্বকাপ জার্সির কলারে প্রিয় পাঁচজনের নাম লিখেছেন প্রোটিয়ার মেয়েরা।
শুক্রবার (৪ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলার আগে সামাজিক মাধ্যমে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বিষয়টি নিশ্চিত করে।
এমন অভিনব উদ্যোগের ঘোষণা দেওয়া ছাড়াও বিশ্বকাপজুড়ে সমর্থকদের একত্রিত রাখতে বিশেষ বার্তা দিয়েছে সিএসএ। বলা হয়, “সব সময় উদীয়মান- আমার জন্য, তার জন্য, তাদের জন্য, সবার জন্য, দক্ষিণ আফ্রিকার জন্য, প্রোটিয়াদের জন্য।”
দক্ষিণ আফ্রিকার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ আফ্রিকার মেয়েরা জার্সির কলারে তাদের প্রিয়জনদের নাম লেখে বিশ্বকাপ খেলবে।
বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট নিজের জার্সির কলারে মা, বাবা, লুকা (ছোট ভাই), দাদি ও কোচ লরি ওয়ার্ডের নাম লিখে খেলছেন। তবে কলারে লেখার অংশ ভেতরে থাকায় পড়া অবস্থায় প্রিয় সবার নাম দেখা যাবে না। তবে প্রোটিয়ারা মনে করেন, প্রিয়জনদের নাম লেখা জার্সি পড়ে খেললে অনুপ্রেরণা আরও বাড়বে।
অনুপ্রেরণা বিষয়টি নিজেদের প্রথম ম্যাচে যেন প্রমাণও করেছেন দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ১০ উইকেটে জয় তুলে নিয়েছে প্রোটিয়ার মেয়েরা।