কাউন্টিতে বল হাতে উজ্জ্বল সাকিব, পাঁচ উইকেট শিকার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৪
কাউন্টিতে বল হাতে উজ্জ্বল সাকিব, পাঁচ উইকেট শিকার

কাউন্টি ক্রিকেটে সারের হয়ে বল হাতে জ্বলে উঠেছেন সাকিব আল হাসান। টনটনে অনুষ্ঠিত চারদিনের ম্যাচে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন বাংলাদেশের এ অলরাউন্ডার।

চারদিনের ম্যাচে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে সাকিব তুলে নিয়েছেন ৪ উইকেট। বৃহস্পতিবার শেষ দিন শিকার করেন আরও এক উইকেট। এর আগে সমারসেটের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিব ৯৭ রানে ৪ উইকেট দখল করেছিলেন।

দ্বিতীয় ইনিংসে ৯৬ রানে সাকিবের পাঁচ উইকেটে সমারসেটের ইনিংস ২২৪ রানেই গুটিয়ে গেছে। সাকিবের ৯ উইকেটে সারের সামনে জয়ের জন্য ২২১ রানের টার্গেট পায়।

নিজের দ্বিতীয় বলেই আর্চি ভনকে বোল্ড করার পর পঞ্চম ওভারে টম অ্যাবেলকে ফেলেছেন এলবিডব্লিউর ফাঁদে। এরপর মিডল অর্ডারে ফিরিয়েছেন জেমস রিউ ও সমারসেট অধিনায়ক লুইস গ্রেগরিকেও। শেষ উইকেটে ৭১ রানের জুটি গড়ে ক্রেইগ ওভারটন ও টন ব্যানটন সমারসেটকে ২০০ রানের কোটা পার করতে সহযোগিতা করেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ব্যানটনকে ৪৬ রানে সাজঘরে পাঠিয়ে সাকিব সমারসেটের ইনিংসের শেষ উইকেটটি দখল করেন। ওভারটন ৪৯ রানে অপরাজিত ছিলেন।

এর আগে প্রথম ইনিংসে সমারসেটের সংগ্রহ ছিল ৩১৭ রান। টম ব্যানটনের দারুণ সেঞ্চুরির পরেও সাকিবের ৪ উইকেট শিকারে প্রতিপক্ষকে সামাল দিয়েছিল সারে। জবাবে টম কারানের ৮৬, রায়ান প্যাটেলের ৭০ রানের ইনিংসে ৪ রানের লিড পায় সারে। সাকিব আউট হন ১২ রানে।


বিষয়ঃ

শেয়ার করুন :