দেশের মাটিতে অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবারই প্রথম ভারতের মাটিতে তিন ফরম্যাটের সিরিজই খেলবে ক্যারিবীয়রা। আসন্ন সিরিজে দু’টি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
ভারত সফরে একসাথে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু কখনও দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করেনি ক্যারিবীয়রা। এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি এবারই প্রথম ভারত সফরে তিন ফরম্যাটের সিরিজে অংশ নেবে ক্যারিবীয়রা।
দু’ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আসন্ন ভারত সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। ৪ অক্টোবর থেকে রাজকোটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। হায়দারাবাদে ১২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
টেস্ট সিরিজ শেষে ২১ অক্টোবর থেকে ওয়ানডে লড়াই শুরু করবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গৌহাটিতে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। পরের চারটি ওয়ানডে হবে ২৪, ২৭, ২৯ অক্টোবর ও ১ নভেম্বর। এছাড়া টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ নভেম্বর থেকে। শেষ দু’টি টি-টোয়েন্টি হবে ৬ ও ১১ নভেম্বর।
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের সূচি
৪-৮ অক্টোবর, প্রথম টেস্ট রাজকোট
১২-১৬ অক্টোবর, দ্বিতীয় টেস্ট হায়দারাবাদ
২১ অক্টোবর, প্রথম ওয়ানডে গৌহাটি
২৪ অক্টোবর, দ্বিতীয় ওয়ানডে ইন্দোর
২৭ অক্টোবর, তৃতীয় ওয়ানডে পুনে
২৯ অক্টোবর, চতুর্থ ওয়ানডে মুম্বাই
১ নভেম্বর, পঞ্চম ওয়ানডে থিরুভানাথাপুরাম
৪ নভেম্বর, প্রথম টি-টোয়েন্টি কলকাতা
৬ নভেম্বর, দ্বিতীয় টি-টোয়েন্টি লাক্ষ্মেী
১১ নভেম্বর, তৃতীয় টি-টোয়েন্টি চেন্নাই।
স্পোর্টসমেইল২৪/আরএস