ড. ইউনূসের ফোন, দেশে ফিরলে সংবর্ধনা পাবে শান্তরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৪
ড. ইউনূসের ফোন, দেশে ফিরলে সংবর্ধনা পাবে শান্তরা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে কল করেছেন অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় পুরো দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশে ফিরলে সংবর্ধনা জানানো হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় করে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজে স্বাগতিক পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জা দেয় টাইগাররা।

ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তকে কল করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবিতে দেখা যায় মাঠেই দাঁড়িয়ে ফোনে কথা বলছেন শান্ত। ম্যাচ শেষে বিসিবির পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

জানানো হয়, অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অভিনন্দন জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আপনাদের (ক্রিকেট দল) নিয়ে পুরো জাতি গর্বিত। বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনা দেওয়া হবে।”

এছাড়া এক ভিডিও বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ভিডিও বার্তায়, দেশের ক্রান্তিকালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের এমন জয়ের প্রসংশা করেন তিনি।

স্বগতিক পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ৬ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম টেস্টে ১০ ইউকেটে জিতেছিল টাইগাররা।



শেয়ার করুন :