কুঁচকির ইনজুরির কারণে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়ছেন পেসার তাসকিন আহমেদ।
শরিফুলের ইনজুরি নিয়ে একটি হালনাগাদ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের অফিসিয়াল মিডিয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে বলা হয়, বাঁ-হাতি পেসার শরিফুল প্রথম ম্যাচের পরে কুঁচকির এলাকায় অস্বস্তির অভিযোগ করেছিলেন। পরে পরীক্ষা করা হলে ইনজুরির বিষয়টি নিশ্চিত হয়।
জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেছেন, “শরিফুল প্রথম টেস্টের পরে এমআরআই করানো জয়। পরীক্ষার রেজাল্টে গ্রেড ১ বাম অ্যাডাক্টর স্ট্রেন দেখায়। এ ধরনের ইনজুরির ক্ষেত্রে পুনরুদ্ধারের প্রায় ১০ দিন সময় লাগে।”
শরিফুল ইতিমধ্যে পুনর্বাসন শুরু করেছেন বলেও জানানো হয়।