বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে ঢাকার পূর্বাচলে ‘ শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ এর কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। কারণ হিসেবে বিসিবি সভাপতি জানান, টেন্ডারের বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল।
ফারুক আহমেদ বলেন, “শেখ হাসিনা স্টেডিয়ামের টেন্ডার নিশ্চিত করার বিষয়টি আজকেই (বৃহস্পতিবার) শেষ দিন ছিল। এত স্বল্প সময়ের মধ্যে কাজটি করা সম্ভব হচ্ছে বলে স্থগিত করতে হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা দ্রুতই পূর্বাচলের স্টেডিয়ামের জায়গাটি পরিদর্শনে যাব। দেখবো যে সেখানে মাঠ ব্যবহার করা যায় কিনা।”
শেখ হাসিনা স্টেডিয়ামের জন্য সাবেক সভাপতি নাজমুল হাসানের বোর্ড সরকারের কাছ থেকে পূর্বাচলে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি নিয়েছিল।
প্রায় পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের অধীন সেই জমিতেই গড়ে তোলার পরিকল্পনা ছিল পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স। যেখানে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামসহ দুটি মাঠ হওয়ার কথা ছিল।