সাকিব আল হাসানের নামে হত্যা মামলার পর জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠানো আইনী নোটিশের তথ্য জানা গেছে। তবে সাকিবের বিষয়ে সেই আইনী নোটিশ এখনো পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে সাকিব আল হাসানকে নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি বিসিবি।
দেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় ছিলেন সাকিব। তবে আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় আন্দোলন চলাকালে আদাবরে একজনের নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাকিবকে আসামী করা হয়েছে।
বিষয়টি নিয়ে হাইকোর্টের একজন আইনজীবী বিসিবি বরাবর আইনী নোটিশও পাঠিয়েছেন এই মর্মে যে, হত্যা মামলার আসামী হওয়ায় সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে বিচারের মুখোমুখি করতে দেশে পাঠানো হোক। তবে সেই আইনী নোটিশ এখনো বিসিবিতে আসেনি বলে জানালেন বোর্ড পরিচালক আকরাম খান।
মঙ্গলবার (২৭ আগষ্ট) বিসিবিতে সাংবাদিকদের তিনি বলেন, “সেটা (আইনী নোটিশ) নিয়ে বোর্ড প্রেসিডেন্ট আপনাদের আগেও বলেছেন। আইনী নোটিশ পাওয়ার পর দেখবো। আমার জানা মতে, এখনো সেটা (আইনী নোটিশ) বিসিবি পায়নি।”
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে না পারলেও বল হাতে নিজের পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। টেস্ট ম্যাচটিতে সাকিবের পারফরম্যান্স নিয়ে আকরাম খান বলেন, “সাকিবের পারফরম্যান্স নিয়ে বলার কিছু নেই। গত দুই ম্যাচ কেন, গত দুই বছরও যদি বলেন…। কোয়ালিটি প্লেয়ার ছাড়া এমন অর্জন কেউ করতে পারে না, সব সময় ভালো। ও (সাকিব) যখনই খেলে আমরা বাড়তি একটা সুবিধা পাই।”
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় নিয়ে তিনি বলেন, “বাংলাদেশের জন্য এটা বড় একটা অর্জন। পাকিস্তানের মতো দলকে আমরা হারিয়েছি। বোলিংয়ে আমরা ডোমিনেট করেছি। চমৎকার ব্যাটিং করেছে। যারা আমাদের নিয়ে সমালোচনা করতো টেস্ট ক্রিকেট নিয়ে, তাদেরকে দারুণ একটা জবাব দেওয়া গেছে। পরের ম্যাচেও জয়ের আশা করছি।”