পাকিস্তানে জাতীয় দলের সাথে সাকিব, করলেন অনুশীলন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৪ আগস্ট ২০২৪
পাকিস্তানে জাতীয় দলের সাথে সাকিব, করলেন অনুশীলন

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে দলের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের সাথে ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন সাকিব।

বুধবার (১৪ আহষ্ট) থেকে পাকিস্তানে সফররত বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে। অনুশীলনের প্রথম দিনেই জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন কানাডায় গ্লোবার টি-টোয়েন্টি খেলতে যাওয়া সাকিব আল হাসান।

ছাত্র-জনতার গণআন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় দলের হয়ে সাকিবের খেলা অনিশ্চয়তার মুখে পড়েছিল। আওয়ামী লীগ থেকে সর্বশেষ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব।

সরকার ক্ষমতাচ্যুত হবার সময় গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে কানাডায় ছিলেন সাকিব। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও সাকিবকে নিয়েই পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করে বিসিবি। সাকিবকে দলে রাখার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, মেধার যোগ্যতায় সাকিবকে দলে যুক্ত করা হয়েছে।

কানাডার টি-টোয়েন্টি শেষে সরাসরি পাকিস্তানে জাতীয় দলের সাথে যুক্ত হন সাকিব। সেখানে দলের সাথে আজ অনুশীলন করেছেন তিনি। এ সময় প্রধান চন্ডিকা হাথুরুসিংহের সাথে সাকিবকে আলোচনা করতে দেখা গেছে।
sportsmail24

পাকিস্তানের মাটিতে জাতীয় দলের অনুশীলনের বেশ কয়েকটি ছবি প্রকাশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাকিবকে প্রধান কোচের সাথে কথা বলতে দেখা যাওয়া ছাড়াও রানিং করার ছবিও রয়েছে।

বাংলাদেশের হয়ে ১৭ বছরে ৬৭টি টেস্ট খেলা সাকিব ৪৫০৫ রান ও ২৩৭ উইকেট নিয়েছেন। সাকিবকে দলে নেওয়ার বিষয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেছেন, “পারফরমেন্স বিবেচনায় সাকিবকে দলে নেওয়া হয়েছে। পারফরমেন্স দিয়ে সে দলে জায়গা করে নিয়েছে। অভিজ্ঞতার পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো থাকায় দলে রাখা হয়েছে সাকিবকে।”

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা হওয়ারর আগে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ দল।

বাংলাদেশ টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।



শেয়ার করুন :