আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার এলিস্টার কুক। ভারতের বিপক্ষে চলমান হোম সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি।
টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বকালের সর্বোচ্চ ১২, ২৫৪ রান সংগ্রহ করেছেন কাউন্টি দল এসেক্সের বাঁ-হাতি ব্যাটসম্যান ৩৩ বছর বয়সী কুক। ৩২ সেঞ্চুরিসহ তার গড় রান ৪৪ দশমিক ৮৮। এছাড়া দলের হয়ে এক নাগারে ১৫৮ টেস্ট খেলার বিশ্ব রেকর্ডটিও রয়েছে তার দখলে।
ইংল্যান্ডের এ ওপেনিং ব্যাটসম্যান বলেন, ‘তার ভান্ডারে দেয়ার মত আর কিছু বাকি না থাকায় বিদায় বলার এটাই সঠিক সময়।’ তবে ক্যারিয়ারে মোট ১৬০ টেস্ট খেলা সাবেক এ অধিনায়ক সম্প্রতি ভালো ফর্মে ছিলেন না। চলতি বছর ৯ টেস্টে তার গড় রান ১৮ দশমিক ৯২।
ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেও (ইসিবি) দেয়া এক বিবৃতিতে কুক বলেন, ‘অনেক চিন্তা-ভাবনা এবং গত কয়েক মাসের পারফরমেন্সের পর চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে শেষে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। যদিও দিনটি আমার জন্য দুঃখের। তবে যেহেতু আমি সব কিছু দিয়েছি এবং দেয়ার মত আমার ভান্ডরে আর কিছু বাকি নেই তাই এভাবে হাসতে পারছি।’
তিনি আরও বলেন, ‘ধারণার চেয়েও বেশি কিছু আমি অর্জন করেছি এবং ইংল্যান্ডের অনেক গ্রেটদের সঙ্গে এই দীর্ঘ সময় খেলতে পারাটাকে আমি অনেক বড় কিছু মনে করছি। আমার দলের কয়েকজন সতীর্থ খেলোয়াড়ের সঙ্গে আর ড্রেসিং রুম ভাগাভাগি করতে না পারাটা আমার সিদ্ধান্তের সবচেয়ে কঠিন অংশ ছিল। কিন্তু আমি জানি এটাই সঠিক সময়।’
সাউদাম্পটনে চতুর্থ টেস্টে ৬০ রানে জিতে সফরকারী ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক ইংল্যান্ড। একই সঙ্গে ভারতের বিপক্ষে এ সিরিজ জয়ও নিশ্চিত করেছে ইংল্যান্ড।
আগামী শুক্রবার ওভালে শুরু হওয়া সিরিজের পঞ্চম শেষ ম্যাচের জন্য এখনো দল ঘোষণা করেননি ইংল্যান্ডের নির্বাচকরা।
তবে নিজের আন্তর্জাতিক শেষ টেস্টে কুক দলে জায়গা না পেলে সেটা হবে সবচেয়ে বড় বিস্ময়ের।