‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১০ আগস্ট ২০২৪
‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বাইরে যাবে না’

বাংলাদেশের মাটিতে ৩ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। তবে গত কয়েক সপ্তাহে রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ছাত্র-জনতার অভ্যূত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতনে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে। ফলে বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ আয়োজন শঙ্কার মুখে পড়েছে। এজন্য বাংলাদেশ থেকে সরিয়ে বিকল্প ভেন্যু হিসেবে ভারত, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের কথা ভাবতে শুরু করে আইসিসি। তবে বাংলাদেশ থেকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাইরে যাবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন আসিফ মাহমুদ।

দেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ বলেন, ‘নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের বিষয়টি আমার নজরে এসেছে। আমি এখন থেকেই তৎপরতা শুরু করেছি। আশা করি, এটা বাংলাদেশের বাইরে যাবে না। দেশ গঠনের সময় যদি এমন কিছু ঘটে, তাহলে সেটি আমাদের ভাবমূর্তির জন্য খুবই ক্ষতিকর হবে।’

আসিফ বলেন, ‘আমাদের সৌভাগ্য, ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের সাথে আছেন। আমাদের যেসব বিনির্মাণ করা প্রয়োজন, সচিবের কাছে কিছু কিছু শুনেছি। সেসব সংস্কারের জন্য আমরা রোববারই বসব। আমি সচিবের সঙ্গে বসবো। মন্ত্রণালয়ে বসে আমরা সিদ্ধান্ত নেব।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সাথে কথা বলবেন বলে জানান আসিফ মাহমুদ, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস স্যার আমাদের নেতৃত্বে আছেন, যিনি নিজেও ক্রীড়াপ্রেমী। কিছুদিন আগে অলিম্পিকের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আশা করি, তার সঙ্গে কথা বলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আমাদের দেশেই ঠিকঠাক আয়োজন করতে পারবো। এটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবো।’

২০১৪ সাল থেকে বিসিবির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সদ্য ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হিসেবে দায়িত্বে আছেন কাজী সালাহউদ্দিনও।

এসব জায়গায় পরিবর্তন আসতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, ‘নেতৃত্বে থাকা ব্যক্তিদের নিয়ে আমাদের কথা বলা উচিত নয়। আমাদের আন্দোলন ছিলো পুরো ব্যবস্থার সংস্কার নিয়ে। আমরা সিস্টেমে বিশ্বাস করি, তাই সিস্টেমের সংস্কার করবো। একটা সিস্টেম প্রতিষ্ঠা করবো। সেখানে যিনিই নেতৃত্বে আসবেন প্রতিষ্ঠান হিসেবে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র আসিফ মাহমুদ। তরুণ বয়সে দায়িত্ব পাওয়া নিয়ে তিনি বলেন, ‘আমি তো মনে করি এই দায়িত্ব আমার কাছে কমপ্লিমেন্টারি। তারুণ্য আর অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু অর্জন করা সম্ভব। এই সরকার পরিচালনায় ২৫ থেকে ৮৫ বছর পর্যন্ত মানুষ আছেন। অভিজ্ঞদের বিশাল অভিজ্ঞতা আর তারুণ্যের শক্তির মিশ্রণ রয়েছে। তারুণ্যের শক্তি দীর্ঘ সময় পর ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছে দেশকে। তারুণ্য আর অভিজ্ঞতা মিলে ভালো কিছু করা সম্ভব। মন্ত্রণালয়ে অভিজ্ঞরা থাকবেন। আমি মনে করি, সাফল্য পেতে তারা আমাকে সহায়তা করবেন।’

গত মে মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও সূচি ঘোষণা করে আইসিসি। দুই গ্রুপে বিভক্ত হয়ে ঐ টুর্নামেন্টে মোট ১০টি দল অংশ নিবে। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ ছাড়াও আছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাছাই পর্ব থেকে আসা স্কটল্যান্ড। গ্রুপ ‘এ’তে থাকছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাছাই পর্বে-১ থেকে আসা শ্রীলঙ্কা।

টুর্নামেন্টের ২৩টি ম্যাচ দু’টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপের দলগুলো নিজেদের ম্যাচগুলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং ‘এ’ গ্রুপে দলগুলো তাদের ম্যাচগুলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে।



শেয়ার করুন :