চারদিন পিছিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, সূচীতেও পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ০৭ আগস্ট ২০২৪
চারদিন পিছিয়ে পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল, সূচীতেও পরিবর্তন

দেশের ছাত্র আন্দোলন এবং শেখ হাসিনা সরকার পতনকে কেন্দ্র করে পূর্ব নির্ধারিত সূচি থেকে চারদিন পিছিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। সবকিছু ঠিক থাকলে এখন ১০ আগষ্ট পাকিস্তান পৌঁছাবে টাইগাররা। এর আগে ৬ আগষ্ট পাকিস্তান যাওয়া কথা ছিল। দেরিতে যাওয়ায় ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে।

বুধবার (৭ আগষ্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে সফরে বাংলাদেশ ‘এ’ দলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়।

সূচি অনুযায়ী, ১০ আগষ্ট বাংলাদেশ ‘এ’ দল পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছাবে। সেখানে দুই দিনের অনুশীলন শেষে ১৩ থেকে ১৬ আগষ্ট প্রথম চারদিনের ম্যাচ খেলবে। এর আগের সূচিতে ১০ আগষ্ট থেকে প্রথম চারদিনের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল।

নতুন সূচী অনুযায়ী চারদিনের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ থেকে ২৩ আগষ্ট। যা আগে সূচী ছিল ১৭ থেকে ২০ আগষ্ট। চারদিনের দুটি ম্যাচ শেষে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৬, ২৮ এবং ৩০ আগষ্ট, যা আগে ছিল ২৩, ২৫ এবং ২৭ আগস্ট। চার দিনের ও ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের বিপক্ষে  ‘এ’ দলের সিরিজ চলাকালেই বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২১ আগষ্ট, রাওয়ালপিন্ডি। করাচিতে সিরিজের শেষ ও দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৩০ আগষ্ট।



শেয়ার করুন :