মাথা উঁচু করে দাঁড়াতে সুশাসন চান নান্নু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৬ আগস্ট ২০২৪
মাথা উঁচু করে দাঁড়াতে সুশাসন চান নান্নু

শেখ হাসিনা পদত্যাগের পর সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার কথা বলছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। বলেন, সুশাসন চাই, যেন সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিতে পারি। যেন মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারি।

শেখ হাসিনা সরকারের পতনের পর মঙ্গলবার (৬ আগষ্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিবিসি) ঊর্ধ্বতন কোন কর্মকর্তাদের উপস্থিতি ছিল না। বরং বঞ্চিত ক্রীড়া সংগঠক উপস্থিত হয়ে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পরিষদ ভেঙ্গে যোগ্য সংগঠকদের দ্বারা বিবিসি পরিচালনা এবং এতদিনের নানা দুর্নীতি ও অনিয়মের বিচার দাবি করেছেন।

উপস্থিত ক্রীড়া সংগঠকদের সাথে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নুর সাথে আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও উপস্থিত ছিলেন। তারা দুজনেই দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক ছিলেন।

প্রধান নির্বাচকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বর্তমানে বিসিবি চিফ কো অর্ডিনেটর অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করছেন মিনহাজুল আবেদীন নান্নু।

বিসিবিতে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “এখন সবার সহযোগিতায় ক্রিকেটটা চলমান রাখতে হবে। আমাদের যে দ্বিপাক্ষিক সিরিজগুলো আছে, ‘এ’ টিমের সফর আছে, পাকিস্তানে টেস্ট আছে, এগুলো যাতে সময় মতো হয় এটা আমাদের সকলের দেখতে হবে।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা চাই সুশাসন, সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নিতে পারি এবং আমরা যেন মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারি। এটাই এখন আমারা সবাই চাচ্ছি।”



শেয়ার করুন :