পাকিস্তানের মাটিতে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এমন তথ্য জানানো হয়েছে।
নতুন বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ টুর্নামেন্ট আয়োজনের জন্য ৭০ মিলিয়ন সাথে অতিরিক্ত ৪.৫ মিলিয়ন ডলার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেওয়া হবে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সভাপতিত্বে আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটি যাচাই-বাছাই করে বাজেটের অনুমোদন দিয়েছে।
সূত্রে বলা হয়, “আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন ডলার। এর সাথে অতিরিক্ত খরচের জন্য ৪.৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।”
অতিরিক্ত বাজেটের বিষয়ে সূত্রটি জানিয়েছে, ভারত যদি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যায় তাহলে বিকল্প ভেন্যুতে খেলার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের জন্য বাড়তি খরচ বরাদ্দ রাখা হয়েছে। তবে পাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজন করতে নির্ধারিত অতিরিক্তি ৪.৫ মিলিয়ন ডলার ব্যয়ের জন্য যথেষ্ট নয় বলে সূত্রের দাবি।
গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিল পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না থাকায় হাইব্রিড মডেলে হয়েছিল এশিয়া কাপ।