এশিয়া কাপ: ২০২৫ সালে ভারত, ২০২৭ সালের আয়োজক বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৯ পিএম, ২৯ জুলাই ২০২৪
এশিয়া কাপ: ২০২৫ সালে ভারত, ২০২৭ সালের আয়োজক বাংলাদেশ

পুরুষ ক্রিকেট দলের এশিয়া কাপের ২০২৫ সালের আসর আয়োজিত হবে ভারতের মাটিতে। পরের আসর ২০২৭ সালের আয়োজক হবে বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের আয়োজিত আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে।

উভয় টুর্নামেন্টে ছয়টি দল অন্তর্ভুক্ত থাকবে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং বাছাইপর্বের মাধ্যমে নির্ধারিত হবে ষষ্ঠ দল।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ছিল না এশিয়া কাপ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের আগে পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে করেছিল। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আবার ফিরবে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ২০২৫ সালে ভারতের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজনের ঘোষণা দিয়েছে এসিসি। উদ্দেশ্য পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি।

২০২৫ এর আসর টি-টোয়েন্টি ফরম্যাটে হলেও ২০২৭ সালের এশিয়া কাপের ১৭তম আসর অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। কারণ, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই এ ফরম্যাটে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এশিয়া কাপের পরই দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসবে বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর।


বিষয়ঃ

শেয়ার করুন :