এশিয়া কাপে নতুন দুই মুখের সাথে দলে ফিরলেন রুমানা-জাহানারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ২৪ জুন ২০২৪
এশিয়া কাপে নতুন দুই মুখের সাথে দলে ফিরলেন রুমানা-জাহানারা

চলমান পুরুষ টি-টোয়েন্ট বিশ্বকাপ শেষে জুলাইয়ে শ্রীলঙ্কায় মাঠে গড়াবে নারীদের এশিয়া কাপ। প্রায় মাস খানিক আগেই এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল দিলো বাংলাদেশ। ঘরের মাঠে বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপের দলে ফিরেছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম এবং রুমানা আহমেদ। একই সাথে দলে ডাক পেয়েছে আরও দুই নতুন মুখ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার জাহানারা আলম এবং রুমানা আহমেদ। তাদের সাথে দলে নতুন মুখ হিসেবে ডাক দু’জন হলেন- ওপেনার ইশমা তানজিম এবং বাঁহাতি স্পিনার সাবিকুন নাহার জেসমিন।

এছাড়া মূল দলের সাথে আরও চানজনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে।

১৯ থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এবারের নারী দলের এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটে এ আসরে মোট আটটি দল অংশ নেবে।২০২২ সালের আগের সংস্করণের চেয়ে এবার একটি দল বেশি।

এশিয়ার শীর্ষস্থানীয় দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, নেপাল এবং থাইল্যান্ড নারী ক্রিকেট দল এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে।

এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে নির্বাচক সাবেক ক্রিকেটার সাজ্জাদ আহমেদ বলেন, “অনেক দিন ধরেই আমরা একটা দল নিয়ে খেলার চেষ্টা করেছি। খুব বেশি পরিবর্তনের দিকে যাইনি। তবে সামনে যখন আমাদের দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে আমাদের একটিই মাত্র প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ। এ জন্যই আমরা কিছু পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি। যেসব জায়গায় দলকে আরেকটু শক্তিশালী করা যায়, তা চেষ্টা করেছি।”

বাংলাদেশ নারী দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, জাহানারা আলম, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, রুবাইয়া হায়দার, শরিফা খাতুন, ইশমা তানজিম, সাবিকুন নাহার জেসমিন।

স্ট্যান্ড-বাই: সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, তাজ নাহার, পুজা চক্রবর্তী।



শেয়ার করুন :