বিশ্বকাপ শেষে চলতি বছরের সেপ্টেম্বরে ভারত সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশের এ সফর দিয়েই ২০২৪-২৫ মৌসুমের নিজেদের হোম সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার (২০ জুন) এব সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিএই) এ তথ্য নিশ্চিত করেছে।
২০২৪-২৫ মৌসুমের প্রকাশিত সূচি অনুযায়ী, স্বাগতিক ভারতের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।
দুই টেস্টে দ্বিতীয় ম্যাচটি কানপুরে ২৭ সেপ্টেম্বর শুরু হবে। এরপর আট দিন বিরতি দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথমে টি-টোয়েন্টি ধর্মশালায় অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর।
টেস্ট সিরিজ
১৯ সেপ্টেম্বর : প্রথম টেস্ট, চেন্নাই
২৭ সেপ্টেম্বর : দ্বিতীয় টেস্ট, কানপুর
সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি দিল্লি এবং হায়দরাবাদে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৯ এবং ১২ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হবে।
বাংলাদেশ ক্রিকেট দল সর্বশেষ ২০১৯-২ মৌসুমে ভারত সফর করেছিল। সেবারও দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত-বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজটি ২-১ এবং টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছিল স্বাগতিক ভারত।
টি-টোয়েন্টি সিরিজ
৬ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, ধর্মশালা
৯ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, দিল্লি
১২ অক্টোবর : তৃতীয় টি-টোয়েন্টি, হায়দরাবাদ
বাংলাদেশ ছাড়াও ২০২৪-২৫ মৌসুমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ক্রিকেট দলকে আতিথেয়তা দেবে দেবে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।
এদিকে, ভারত সফরের আগেই টি-টোয়েন্ট বিশ্বকাপে কোহলি-রোহিতদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বিশ্বকাপের সুপার এইটে দুই দল মুখোমুখি হবে ২২ জুন, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।